On Air
Midnight Classic
Home
  • Home
  • “বিজয়ের দিনগুলি” ১ থেকে ১৬ ডিসেম্বর পিপলস রেডিওর বিশেষ আয়োজন।
img-6-small580

“বিজয়ের দিনগুলি” ১ থেকে ১৬ ডিসেম্বর পিপলস রেডিওর বিশেষ আয়োজন।

7 December 2015 Latest Victory Day


৯ মাসের রক্তক্ষয়ী লড়াই, ৩০ লক্ষেরও বেশি প্রাণের ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৫৫,৫৯৯  বর্গমাইলের যে স্বাধীন, সার্বভৌম নতুন একটি নাম পৃথিবীর মানচিত্রে যুক্ত হয়- তার নাম বাংলাদেশ। নির্ভীক লাল-সবুজের পতাকাটি সেদিন স্বগৌরবে পুরো পৃথিবীকে জানান দেয় তার অস্তিত্তের কথা। সেদিন ঢাকার কেন্দ্রস্থল রেসকোর্স ময়দানে পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য নিয়ে বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আনুষ্ঠানিক ভাবে পরাজয় স্বীকার করে পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ আত্মসমর্পণ অনুষ্ঠান। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিবাহিনীর উপ-সর্বাধিনায়ক ও ডেপুটি চীফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খোন্দকার । এর মধ্যে ১৪ই ডিসেম্বর ছিল আমাদের ইতিহাসের একটি নৃশংস ও অপূরণীয় ক্ষতির দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য হাজার হাজার শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের বাড়ি থেকে ধরে নিয়ে তাদের ওপর চালায় নির্মম-নিষ্ঠুর নির্যাতন এবং নারকীয় হত্যাযজ্ঞ । যুদ্ধ চলাকালীন সময়ে বহুসংখ্যক বাঙ্গালি নারী সম্ভ্রম হারায়; তবে তার সঠিক সংখ্যা জানা যায়নি। ধারণা করা হয়, মুক্তিযুদ্ধের সময় প্রায় ২,০০,০০০ নারীর সম্ভ্রমহানি হয়েছিল। ২৫শে মার্চের ভয়াল কালোরাত্রির অতর্কিত নারকীয় হামলার দীর্ঘ নয় মাস পর বাংলাদেশের মানুষের বহু আকাঙ্খিত বস্তু- স্বাধীনতা ধরা দেয় এই ডিসেম্বরেই। ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পন করলেও সারা দেশে সকল পাকিস্তানীদের আত্মসমর্পণ করাতে ২২ ডিসেম্বর পর্যন্ত হয়ে যায়।

বিজয়ের মাসের ১ম দিন অর্থাৎ এই পহেলা ডিসেম্বর থেকেই ১৯৭১ সালের ডিসেম্বর মাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে পিপলস রেডিও ৯১.৬ এফ.এম এ চলছে বিশেষ আয়োজন “বিজয়ের দিনগুলি”। এতে আরো থাকছে মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে শহীদ জননী জাহানারা ইমামের লেখা “একাত্তরের দিনগুলি”-র অংশ বিশেষ । প্রতিদিন দুপুর ১২:৩০ মিনিট এবং বিকেল ০৪:৩০ মিনিটে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এটি চলবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবসের সকল বিশেষ অনুষ্ঠান নিয়ে পিপলস রেডিও ৯১.৬ এফ.এম আছে আপনার পাশে। বিজয়ের মাসে পিপলস রেডিও ৯১.৬ এফ.এমের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা। সবাইকে বিজয়ের শুভেচ্ছা।

Comments

comments